কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে অঅলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৮মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা।
সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, কৃষি অফিসার রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডাক্তার অমল কুমার সরকার, এনজিও প্রতিনিধি রাহুল দে, পুষ্টি সেবিকা শিখা রাণী চক্রবর্তী, এসিডিআই এর প্রতিনিধি রোকসানা খাতুন, সি ডব্লিউ উ সিএস এর প্রতিনিধি তামান্না আঞ্জুমান, মুসলিম এইড’র কর্মকর্তা রবিউল ইসলাম, মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক সারজিনা খাতুন, সাবিকুন নাহার, সাংবাদিক জুলফিকার আলীসহ নারীরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, মহিলা বিষয়ক অফিস’র প্রশিক্ষক বিল্লাল হোসেন।
s
