দীপক শেঠ,কলারোয়া :
কলারোয়ায় অবৈধ স্থাপনা নির্মাণে প্রকাশিত সংবাদেও কারণে সাংবাদিক শফিকুর রহমানকে হুমকি দেয়ার অভিযোগে থানায় জিডি করেছেন ওই সাংবাদিক। সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার মসজিদের সম্মুখে ও ট’ বাজার সংলগ্ন সরকারি খাস জমিতে নিয়ম বহির্ভূত ভাবে অবৈধ স্থাপনা নির্মাণের সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সেই কাজ বন্ধ করে দেন প্রশাসন।
এতে ক্ষুব্ধ হয়ে ভূমি দখলদার হুমকি দেন সাংবাদিককে। এ ঘটনায় কলারোয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক শফিকুর রহমান। জিডি নং-১৮০। শফিকুর রহমান দৈনিক আজকালের খবর, দৈনিক কাফেলা ও কলারোয়া নিউজের সাংবাদিক। জিডি’তে বলা হয়- সরকারি (খাস) জমিতে নিয়ম বহির্ভূত ভাবে বন্দোবস্ত বিহীন কলম পিলার দিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ করছিলেন স্থানীয় মৃত সামছের আলীর পুত্র মহসিন আলী (৪৫) ও মিজানুর রহমান (৫৫)।
রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে সাংবাদিক শফিকুর রহমান বিষয়টি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তাকে জানান। বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশিতও হয়। গত ৪ জুলাই শনিবার আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে বালিয়াডাঙ্গা বাজারে সাংবাদিক শফিকুর রহমানের পিতা ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য মো. আনিছুর রহমানকে তার ছেলে কেন সংবাদ প্রকাশ করেছে তার কৈফিয়ত চেয়ে মারধরসহ দেখে নেবে বলে হুমকি দেন জনৈক আলী হোসেন, মহসিন আলী, মিজানুর রহমান, জাহাঙ্গীর, সাহিনুর রহমানসহ কয়েকজন।
এমনকি তারা সাংবাদিক শফিকুর রহমানকে ফোন ও ফেসবুকে অসৌজন্য মুলক মন্তব্য করেন। এঘটনায় সাংবাদিক শফিকুর রহমানর পরিবার চরম নিরাপত্তাহীনতা ও মর্যাদাহানীকর পরিস্থিতির প্রেক্ষিতে থানায় জিডি করেছেন। এ ব্যাপারে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস বলেন, ‘বিষয়টি জেনেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’ এদিকে, হুমকির ঘটনায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা ক্ষোভ প্রকাশ করে তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।