হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার ৭ নং মুরারীকাটি ওয়ার্ডের অসহায়-দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়া পৌরসভার ৭ নং মুরারীকাটি ওয়ার্ডের অসহায়-দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজানের ৫ম দিন বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় মুরারীকাটি ওয়ার্ড আ’লীগ কার্যালয়ে শতাধিক রোজাদার গরীব মানুষের মাঝে ওই ইফতার সমাগ্রী বিতরণ করা হয়।

মুরারীকাটি গ্রামের কৃতি সন্তান আমেরিকান প্রবাসী সমাজ সেবক শরিফুল ইসলামের অর্থায়ানে ৭নং ওয়ার্ড পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের ব্যবস্থাপনায় প্রতিটি রোজাদার পরিবারের মাঝে ১ কেজি চিনি, ১ কেজি ছুলা, ১ কেজি চিড়া, ১ কেজি সেমাই, ৫শ’ গ্রাম খেজুর ও ৫শ’ গ্রাম মুড়ি বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা। বিশেষ অতিথি ছিলেন থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) হাফিজুর রহমান, পৌর আ’লীগের সাধারন সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবক নেছার আলী গাজী, আজিজুল মোড়ল, আমজাদ হোসেন, বাসার গাজী ও আমিনুল ইসলাম সহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।

মহৎ উদ্যোগের আয়োজক কর্মকর্তা পৌর কাউন্সিলর আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন জানান, একইভাবে পবিত্র রমজান মাসে আরো ৪ শতাধিক অসহায়-দুস্থ রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। এলাকাবাসী সহ উপকারভোগীগণ পবিত্র রমজান মাসে মহৎ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন