হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার সোনাবাড়িয়া মঠবাড়ি শ্যামসুন্দর মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না সহধর্মিনী সহ কলারোয়ার সোনাবাড়িয়ায় শ্যামসুন্দর মন্দির (মঠবাড়ি) পরিদর্শন করেছেন।

শনিবার (১৯ মার্চ) দুপুরে তিনি ও সহধর্মিনী নন্দিতা রায় সোনাবাড়িয়ার ঐতিহাসিক মঠবাড়ি শ্যামসুন্দর মন্দির পরিদর্শনে এসে পূজা অর্চনা শেষে মন্দির কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় মানুষের সাথে মতবিনিময় করেন। ভারতীয় সহকারী হাইকমিশনার খুলনায় দায়িতপ্রাপ্ত বাংলাভাষী রাজেশ কুমার রায়না সহধর্মিনীকে সাথে নিয়ে মঠবাড়ির প্রত্নতত্ত্ব নিদর্শন ঘুরে ঘুরে দেখে আনন্দ প্রকাশ করেন।

মতবিনিময় সভায় ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না,বলেন, ‘ঐতিহাসিক মঠবাড়ি শ্যামসুন্দর মন্দির সংরক্ষণের উপর গুরুত্ব দিয়ে ইতিহাস-ঐতিহ্য টিকিয়ে রাখতে সকলকে এগিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেন। ভারতের বন্ধুপ্রতিম দেশ হিসাবে সব সময় বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, সনাতন ধর্মীয় নেতা সিদ্ধেশ্বর চক্রবর্তী, সুপ্রসাদ চৌধুরী, মঠবাড়িয়া শ্যাম সুন্দর মন্দিও কমিটির সভাপতি দেবপ্রসাদ চৌধুরী, সাধারণ সম্পাদক জগদীশ চক্রবর্তী, শিক্ষক স্বপন কুমার, শিক্ষক আনন্দ কুমার, ইউপি সদস্য নুরুল ইসলাম, ইউপি সদস্য সাদ্দাম হোসেন, ইউপি সদস্য আল আমীন হোসেন, ইউপি সদস্য সাইদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন