হোম খুলনাসাতক্ষীরা কলারোয়ার সুলতানপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ৬ বাংলাদেশী নাগরিক আটক

কলারোয়ার সুলতানপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ৬ বাংলাদেশী নাগরিক আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

ভারত থেকে অবৈধভাবে দেশে আসার সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ৬ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে দুইজন শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ রয়েছে। বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল অঅশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার বিকাল ৩টায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে ভোর ৪টার দিকে কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্তের পোতাপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, যশোর জেলার শার্শা থানার কালিয়ানী মাঠপাড়া এলাকার মৃত গোলাম গাজীর স্ত্রী মোছাঃ রাবিয়া বেগম (৬০), একই জেলার ঝিকরগাছা থানার কানাইর গ্রামের সাহেব আলীর পুত্র মোঃ জাকির হোসেন (৩২), জাকির হোসেনের শিশু পুত্র লিয়ন (১০), জামালপুর জেলার মেলান্দ থানার চরপুলিশা গ্রামের আমানুর আলীর পুত্র ইসরাফিল শেখ (৩০), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার চিতশি গ্রামের রমেশ অধিকারীর স্ত্রী নিরালা বাগচি (৩০) ও রমেশ অধিকারীর শিশু পুত্র আউস অধিকারী (০৪)।

বিজিবি অধিনায়ক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বিনাপাসপোর্টে কয়েকজন বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপির বিজিবির একটি টহলদল সীমান্তের মেইন পিলার ১৬ ও সাব পিলার ৫ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পোতাপাড়া নামক স্থানে অভিযান চালায়। এসময় সেখান থেকে অবৈধভাবে সীমা পারাপারের দায়ে নারী ও শিশুসহ উক্ত ৬ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ রয়েছে।

বিজিব অধিনায়ক আটককৃতদের উদ্ধৃতি দিয়ে জানান, আটককৃতরা এক বছর পূর্বে অবৈধভাবে যশোর সীমান্ত দিয়ে ভারতে গমন করে। বর্তমানে ভারতে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক অবৈধভাবে বসবাসকারীদের বিশেষ ধরপাকড় শুরু করায় তারা কলারোয়া উপজেলার সুলতানপুর এলাকা দিয়ে বাংলাদেশে আগমনকালে বিজিবি তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৫টি অ্যান্ড্রয়েট মোবাইলফোন, ১টি বাটন ফোন, নগদ ১ হাজার ২০০ টাকা এবং ভারতীয় ২০ হাজার ৩৫৯ রুপী জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোন এবং নগদ বাংলাদেশী টাকা ও ভারতীয় রুপীসহ সর্বমোট মূল্য ১ লাখ ৪০ হাজার ৭০২ টাকা। প্রেসবিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, অবৈধভাবে পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে কলারোয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন