দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ার সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সহকারী পরিচালক পদে পদোন্নতি লাভ করায় বদলীজনিত কারনে উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে এ সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক রোকনুজ্জামান, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত শেখ ফারুক হোসেন। অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা এফ এস শেখ সাবের হোসেন, আব্দুস সামাদ, ফজলুল হক,জেলা কর্মচারি এসোসিয়েশনের সভাপতি সরদার মিজানুর রহমান,সাধারণ সম্পাদক শেখ হিমায়েত,হুমায়ন কাদীর,শেখ মিজানুর রহমান,শিরিনা খাতুন,গফুর শেখ,সেলিম জাফরসহ সূধিবৃন্দ। উল্লেখ্য, উপজেলা সমাজ সেবা অফিসার থেকে সহকারি পরিচালক হিসাবে পদোন্নতিপ্রাপ্ত হয়ে শেখ ফারুক হোসেন মেহেরপুর জেলায় যোগদান করবেন বলে জানা যায়।