হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার শাকদাহে নৌকা প্রতিকের সমর্থনে নির্বাচনী সভা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ার ১০ নং কুশোডাঙ্গা ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শাকদাহ মাদ্রাসা প্রাঙ্গনে নির্বাচনী সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আ’লীগ নেতা হাশেম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।

উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবির পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আ’লীগ নেতা আসাদুজ্জামান বাবু, কলারোয়া উপজেলা আ’লীগ সভাপতি জেলা আ’লীগ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা সদও উপজেলা আ’লীগ সভাপতি আব্দুর রশিদ, জেলা আ’লীগ সদস্য নাজমুন নাহার মুন্নি।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, নৌকা প্রতিকের প্রার্থী আসলামুল আলম আসলাম, আ’লীগ নেতা সরদার আমজাদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশিকুর রহমান মুন্না সহ অসংখ্য আ’লীগ, যুবলীগ নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

বিপুল সংখ্যক কর্মী- সমর্থকদের উপস্থিতিতে প্রচার সভাটিতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, উন্নয়নের প্রতিক নৌকা সহ বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।

বক্তারা, আগামী ৫ জানুয়ারী ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী আসলামুল আলম আসলামকে পুনঃরায় জয়ী করে ইউনিয়ন বাসির কাছে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোটদানে আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন