হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার লাঙ্গলঝাড়ায় শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগীতা

কলারোয়ার লাঙ্গলঝাড়ায় শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগীতা

কর্তৃক Editor
০ মন্তব্য 102 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:

কলারোয়ার লাঙ্গলঝাড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে এক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মৃত্তিকা (সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠান) এর বাস্তবায়নে লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বুধবার (৭ অক্টোবর) সকাল ১০ টায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কৃষাণ-কৃষাণীদের জীবন যাত্রার মান উন্নয়নে বসত বাড়ীতে জৈব সার ব্যবহারের মাধ্যমে শাক-সবজি চাষের উপর ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৃত্তিকা (এনজিও) পরিচালক আব্দুস সালাম, ইউপি সচিব আঃ হামিদ কাজী বাচ্চু, হুমায়ারা খাদিজা, মোমিনুর রহমান সবুজ, মাস্টার আমিরুল ইসলাম, হাফিজুর রহমান, শরিফুল ইসলামসহ সূধিবৃন্দ। সব শেষে প্রথম বিজয়ী ও দ্বিতীয় বিজয়ী দলকে ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে শাক-সবজির বীজ ও মাস্ক বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন