কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ার লাঙ্গলঝাড়ায় কৃষকদের মাঝে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার আসগর আলী, ইউপি সচিব আব্দুল হামিদ, ইউডিসি আমিরুল, ইসলামসহ ইউপি সদস্য ও সূধিবৃন্দ।
উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে অধিক ফলন প্রাপ্তির লক্ষে কৃষি সম্প্রসারণ বিভাগ কতৃক বরাদ্দকৃত ২১৫ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে বলে জানা যায়।
s