হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার রামভদ্রপুরে হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় রামভদ্রপুর হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) ২৭ রমজান বিকেলে চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর হাফিজিয়া মাদ্রাসা চত্বরে এ উপলক্ষ্যে ইফতার মাহফিল, সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ওই মাদ্রাসার প্রায় ১’শ শিক্ষার্থীর মাঝে আসন্ন ঈদ উপলক্ষ্যে বস্ত্র বিতরণের পাশাপাশি আয়োজক মৃত মোকছেদ আলী মন্ডল পরিবারের পরলোক গমনকারী ও স্থানীয় কবরবাসী সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে কয়েক শত মুসল্লি অংশ নেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হারিজ মোহাম্মদ পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো. আবু নসর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মরহুমের পুত্র সাবেক ইউপি সদস্য সাংবাদিক হাসান মাসুদ পলাশ, উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও মরহুমের বড় পুত্র সাবেক ইউপি সদস্য আব্দুল মাজেদ, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, সমাজ সেবক হারুন অর রশীদ ও চন্দনপুর ইউনাইটেড কলেজের ইংরেজি প্রভাষক হুমায়ুন কবীর।

অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবক সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক এমএ মাসুদ রানা, ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির নেতা হেলাল আনছারী, আশরাফুল ইসলাম মগু, আওয়ামী লীগ নেতা তবিবর রহমান, সাংবাদিক সুমন হোসেন ও সাব্বির হোসেন, মাওলানা ওসমান গণি, সাঈদ আনছারী প্রমুখ।

প্রসঙ্গতঃ ইতোমধ্যে ওই মাদ্রাসা থেকে ৫জন কোরআনে হাফেজ হয়েছেন ও কয়েকজন হাফেজ সম্পন্নের পথে বলে জানা যায়। দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মহিউদ্দিন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন