দীপক শেঠ, কলারোয়া(সাতক্ষীরা):
কলারোয়ায় যুগিখালী ইউনিয়নে গরীব-অসহায় ও দুস্থদের, মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর শীতকালীন উপহার হিসাবে অসহায়- হতদরিদ্র মানুষের মাঝে ওই কম্বল(শীতবস্ত্র) বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৭ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনখালী বাজার মোড়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ। যুগিখালী ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, বীর মুক্তিযোদ্ধা এবাদুল্যা, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, সমাজ সেবক জাকাতুল্যাহ, সামসুর রহমানসহ সূধিবৃন্দ।
উল্লেখ্য, অনুষ্ঠানে যুগিখালী ইউনিয়নের গরীব-অসহায় ও দুস্থ ১০০জন মানুষের মাঝে ওই কম্বল(শীতবস্ত্র) বিতরণ করা হয়েছে বলে জানা যায়।
s
