কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি:
কলারোয়ার ২নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের ২নং সাধারন ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনে ডিএম আফতাবুজ্জামান নির্বাচিত হয়েছেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনী ২নং ওয়ার্ডে মোট ১৬৮২ ভোটের মধ্যে ১২২৩ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৫ ভোট বাতিল হয়েছে। প্রাপ্ত ভোটে ফুটবল প্রতিকের আফতাবুজ্জামান ৮৭৮ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রাথী মোরগ প্রতিকের জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট-৩২০।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত ভোটে আফতাবুজ্জামানকে বে-সরকারিভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন, কান্তা জানান, সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন কার্যক্রম সম্পন্ন হওয়ায় ভোটে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেনসহ, সকল কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এ দিকে থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির জানান, ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য সকাল থেকে পুলিশ, র্যাব,আনসার,ভিডিপিসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নিয়োজিত থেকে আইন-শৃংখলা সমুন্নত রেখে সুন্দর পরিবেশে ভোট কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
তিনি ভোটে নিরাপত্তা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সকল দায়িত্ববান কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, কলারোয়া উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের ২নং সাধারন ওয়ার্ডের নির্বাচিত সদস্য সিংহলাল গ্রামের সিরাজুল ইসলাম গত ১৪ অক্টোবর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করায় পদটি শুন্য হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা,২০১০ এর বিধি ১০(৩) অনুযায়ী ধার্য সময়সূচি মোতাবেক ১০ ডিসেম্বর-২০’ (বৃস্পতিবার) উপ-নির্বাচনের দিন ধার্য করা হয়েছিল বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।
s