হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার চন্দনপুর ইউপি’র উদ্যোগে ’করোনায় আক্রান্ত’ব্যক্তিসহ পরিবারের সদস্যদের মানবিক সহায়তা প্রদান

কলারোয়ার চন্দনপুর ইউপি’র উদ্যোগে ’করোনায় আক্রান্ত’ব্যক্তিসহ পরিবারের সদস্যদের মানবিক সহায়তা প্রদান

কর্তৃক
০ মন্তব্য 136 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিসহ পরিবারের সদস্যদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার(২৩ জুলাই) চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিসহ ইউপি সদস্যবৃন্দ গত বৃহস্পতিবার (২৩জুলাই) হিজলদী গ্রামের আমিরুল ইসলামের পুত্র আজমি সাজ্জাদ রাখির(৩৫) করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় তার বাড়িতে উপস্থিত হয়ে আক্রান্ত ব্যক্তিসহ পরিবারের সদস্যদের সাথে কূশল বিনিময় শেষে পুষ্টি সমৃদ্ধ ফলমুলসহ বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হয়।

আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ ফল- আম,আপেল, পেয়ারা, কলা, আনারসসহ অনান্য দ্রব্যাদির মধ্যে তেল, ডিম, আদা, এলাচ, দারুচিনি, লবঙ্গ,গোলমরিচ,টি-ব্যাগ,হ্যান্ড-স্যানিটাইজার ও মাস্ক প্রদান করা হয়েছে বলে জানা যায়।

এ সময় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি পরিবারের সকলকে মানসিক শক্তি বৃদ্ধিসহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন