হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার চন্দনপুরে ’মিতা ব্রিক্স’র মাটি বহনকৃত ট্রাক্টরে ইটের সোলিং রাস্তা নষ্ট হওয়ার অভিযোগ

কলারোয়ার চন্দনপুরে ’মিতা ব্রিক্স’র মাটি বহনকৃত ট্রাক্টরে ইটের সোলিং রাস্তা নষ্ট হওয়ার অভিযোগ

কর্তৃক
০ মন্তব্য 90 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া :
কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে মিতা ব্রিক্সের মাটি বহনকৃত ট্রাক্টরে ইটের সোলিং রাস্তা নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চন্দনপুর গ্রামের মাঝেরপাড়া এলাকায় তাইজুল ইসলামের বাড়ীর সামনে থেকে হান্নানের বাড়ীর মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার ইটের সোলিং রাস্তাটি ওই ইট ভাটার মাটি বহনকালে ট্রাক্টরের বেপরোয়া ও দ্রুত গতিতে চলাচলের কারনে রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছে বলে স্থানীরা অভিযোগ করেছেন।

শনিবার (৪জুলাই) জানা গেছে, স্থানীয় একটি পুকুর থেকে চন্দনপুরের মিতা ব্রিক্সের ইট তৈরীর জন্য প্রয়োজনীয় মাটি বহনে ৮/৯টি বড় বড় ট্রাক্টর ব্যবহৃত হয়। আর সেই মাটি ওই ইটের সোলিং রাস্তা দিয়ে প্রতিদিন ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে পুরো রাস্তার ইট উঠে বড় বড় গর্তে পরিণত হয়েছে।

এছাড়া পার্শ্ববর্তী পাঁকা পিচের রাস্তায় মাটি পড়ে একটু বৃষ্টিতেই কর্দমক্ত হয়ে যাচ্ছে অপরদিকে শুষ্ক মৌসুমে প্রবাহিত বাতাসে ধূলাবালিতে ছেয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে ওই রাস্তায় ছোট খাটো দূর্ঘটনা ঘটছে বলে এলাকাবাসী জানায়। এলাকার মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে চরম ভোগান্তিতে পড়ছেন ।

এ ব্যাপারে, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, ‘ইটভাটা কর্তৃপক্ষকে রাস্তায় ট্রাক্টর দিয়ে কাদা মাটি না নেয়ার জন্য বারবার বলা হলেও তারা শুনছেন না। তবে নষ্ট হওয়া রাস্তা ঠিক করে দেয়ার আশ্বাস দিলেও এ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি।

এ বিষয়ে মিতা ব্রিক্সের স্বত্তধিকারী মিনহাজ উদ্দিন বিষয়টি মাটি বহনকারী ট্রাক্টর-ট্রলির মালিকদের উপর চাপিয়ে দিচ্ছেন। এলাকার আশরাফুল আলমসহ স্থানীয়রা ট্রাক্টরের দাপট বন্ধ করা বশত: রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান ।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন