কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ার কয়লায় বঙ্গবন্ধু নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাটিকামরা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। জালালাবাদ পল্লী উন্নয়ন যুব সংঘ একাদশ রানার্স আপ হওয়ার যোগ্যতা অর্জন করে। কয়লা প্রগতি সংঘের ( কেপিএস) আয়োজনে শুক্রবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় কয়লা হাইস্কুল ফুটবল মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় মাটিকামরা একাদশ ৩-১ গোলে জালালাবাদ পল্লী উন্নয়ন যুব সংঘ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় জালালাবাদ যুব সংঘের খেলোয়াড় সজীব ৷ খেলাটি পরিচালনা করেন মাসুদ পারভেজ মিলন , মোশারাফ হোসেন ও রাশিদুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, কয়লা ইউপি চেয়ারম্যান সোহেল রানা সাবেক ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু। খেলা পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক খান রউফ,, মাস্টার আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক ইছহাক মোড়ল , প্রবীন সাংবাদিক শেখ মোসলেম আলী, সাবেক ছাত্রলীগ নেতা টিপু, সাংবাদিক আজমল হোসেন বাবু সহ অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।