হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার কেরালকাতা ইউপি’র চেয়ারম্যান উপ-নির্বাচনে ৩ প্রার্থীর বরাদ্দকৃত প্রতীক মোরশেদ নৌকা, রউফ মোটরসাইকেল, নেছার আনারস

কলারোয়ার কেরালকাতা ইউপি’র চেয়ারম্যান উপ-নির্বাচনে ৩ প্রার্থীর বরাদ্দকৃত প্রতীক মোরশেদ নৌকা, রউফ মোটরসাইকেল, নেছার আনারস

কর্তৃক Editor
০ মন্তব্য 93 ভিউজ
দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:

কলারোয়ার ৮নং কেরালকাতা ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩ প্রতিদ্বন্দী প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।রবিবার (৪ অক্টোবর) এই নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস তাঁর কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
করেন।

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোরশেদ আলী (ভিপি মোরশেদ) পেয়েছেন দলীয় প্রতীক নৌকা। আর দুই স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ সরদার পেয়েছেন মোটরসাইকেল প্রতীক ও নেছার আলী পেয়েছেন আনারস প্রতীক। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস বলেন, ‘প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের সবাইকে আচরণ বিধিমালা অবহিত করা হয়েছে। সবাইকে বিধিমালা মেনে নির্বাচন প্রচারণার কাজে অংশ নেয়ার জন্য বলা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য যা যা করার দরকার নির্বাচন কমিশন সেটা করতে বদ্ধ পরিকর।’

প্রার্থী ও তাদের সমর্থকদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার নির্দেশনা দিয়ে তিনি আরো বলেন, ‘প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় মাঠে নামতে পারবেন প্রার্থীরা।’ তিনি আরো জানান, ‘এই নির্বাচনে ভোট গ্রহণ ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিরতীহীন ভাবে বিকাল ৫টা পর্যন্ত। ওই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৭৪৪৫ জন। এরমধ্যে পুরুষ ৮৭৬১ ও মহিলা ৮৬৮৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৪২ টি বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন