হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার কেরালকতায় ৩৩৩ জন বিধবা ও স্বামী পরিত্যক্তাদের মাঝে ভাতার টাকা বিতরণ

কলারোয়ার কেরালকতায় ৩৩৩ জন বিধবা ও স্বামী পরিত্যক্তাদের মাঝে ভাতার টাকা বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 101 ভিউজ

দীপক শেঠ, কলারোয়া :

কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের ৩৩৩ জন বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের ভাতার টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক মঙ্গলবার (৯জুন) সকাল ১০টা থেকে অফিস চত্ত্বরে ৮নং কেরালকাতা ইউনিয়নের ৩৩৩ জনের মাঝে মোট ৯৯ লাখ ৯ হাজার ভাতার টাকা বিতরণ করা হয়।

ভাতার টাকা বিতরণকালে উপস্থিত ছিলেন, সোনালি ব্যাংকের সিনিয়র অফিসার আবুল কালাম আজাদ, সমাজসেবা অফিসের স্টাফ আলহাজ ছামাদ, ইউনিয়ন সমাজকর্মী ফজলুল হক, ভিডিপি সদস্য নাসিরউদ্দীনসহভাতা গ্রহনকারী অসহায় নারীরা।

উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন জানান, সরকারের বরাদ্ধকৃত ভাতার টাকা বিতরণের ধারাবাহিকতায় ৯জুন কেরালকাতা ইউনিয়নের ৩৩৩ জন বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা করে (জানুয়ারী থেকে জুন) ছয় মাসের টাকা বিতরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন