হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার কেঁড়াগাছিতে চোরাচালান ও মানব পাচার বিরোধী জনসচেতনামূলক সভা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে চোরাচালান ও মানব পাচার বিরোধী জনসচেতনামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীর ব‍্যাটালিয়ন (৩৩ বিজিবি)’র আয়োজনে রবিবার (২৭শে মার্চ) সকাল ১১ টার দিকে গাঁড়াখালি ঈদগাহ ময়দানে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বি জি বি) সাতক্ষীরা ৩৩ ব‍্যাটালিয়নের মেজর রেজা আহমেদ।

বক্তব্যে তিনি, মাদকের ভয়াবহতার কথা তুলে অভিভাবক সহ সকলকে সচেতন থাকার আহবান জানান। তিনি আরো বলেন, সীমন্তে মানব পাচার, মাদক পাচার রোধ, চোরাচালন, নারী-শিশু পাচার রোধ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডকে প্রতিরোধ করতে বিজিবি সদস্যদের সাথে সাথে স্থানীয় জনপ্রতিনিধি সহ সকল সচেতন মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান এস,এম আফজাল হোসেন হাবিল, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সনাতন ধর্মীয় নেতা সমাজ সেবক অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র, কাকডাঙ্গা কোম্পানি কমান্ডার আবু তাহের পাটোয়ারী, সুবেদার ফারুক কামাল, তলুইগাছা বিওপি কমান্ডার ইলিয়াস হোসেন, কাকডাঙ্গা বিওপি কমান্ডার আবু জাফর, সমাজ সেবক আতিয়ার রহমান, সাংবাদিক ইয়ারব হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সূধিবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন