কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ার কুশোডাঙ্গা ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের প্রচার মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রায়টা নতুন বাজারে প্রচার মিছিল শেষে বাজারের প্রানকেন্দ্রে পথসভা অনুষ্ঠিত হয়।
প্রচার মিছিলে অসংখ্য কর্মী- সমর্থকদের উপস্থিতিতে জয় বাংলা,জয় বঙ্গবন্ধু, উন্নয়নের প্রতিক নৌকা সহ বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে। পথসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। কুশোডাঙ্গা ইউনিয়ন আ’লীগ নেতা আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যন বেনজির হোসেন হেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, কুশোডাঙ্গা ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী আ’লীগ নেতা আসলামুল আলম আসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশিকুর রহমান মুন্না সহ ইউনিয়ন আ’লীগ নেতা ও কর্মীবৃন্দ। বক্তারা, আগামী ৫ জানুয়ারী ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী আসলামুল আলম আসলামকে পুনঃরায় জয়ী করে ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ভোটারদের কাছে আহবান জানান।