হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার উত্তরণের উদ্যোগে ‘আম্পান’ ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা

কলারোয়ার উত্তরণের উদ্যোগে ‘আম্পান’ ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা

কর্তৃক
০ মন্তব্য 102 ভিউজ
দীপক শেঠ,কলারোয়

কলারোয়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ র উদ্যোগে ঘূর্নীঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  বুধবার(১০জুন) বেলা সাড়ে ১১টার দিকে উত্তরণের অর্থায়নে সোনাবাড়িয়া ইউনিয়নে ১০০ জন ক্ষতিগ্রস্থ পরিবারে মাঝে ওই অর্থ ও দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার(দায়িত্বপ্রাপ্ত) ও সহকারি কমিশনা(ভূমি) আক্তার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, উত্তরণের কলারোয়ার ব্রাঞ্চ ম্যানেজার রিয়াজুল ইসলাম রিয়াজ,সফল প্রকল্পের এসসিও শহিদুল ইসলামসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যবৃন্দ। উল্লেখ্য, করোনা ভাইরাসে সামাজিক দূরত্ব বজায় রাখতে  ক্ষতিগ্রস্থ ১শ’ পরিবারের বাড়িতে বাড়িতে যেয়ে পরিবার প্রতি নগদ ৩ হাজার টাকা ও মাক্স,বালতি,সাবান,ডিটারজেন্ট পাউডারসহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরন করা হয়।

অনুরুপভাবে একইদিন জয়নগর ইউনিয়নে আম্ফানে ক্ষতিগ্রস্থ ১শ’ পরিবারের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন দ্রব্যাদি বিতরন করা হয়েছে বলে অফিস সূত্রে জানা যায। 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন