হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার হিজলদিসহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের আয়োজনে “সিএসজি” প্রশিক্ষণ

কলারোয়ার হিজলদিসহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের আয়োজনে “সিএসজি” প্রশিক্ষণ

কর্তৃক Editor
০ মন্তব্য 77 ভিউজ
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : 
কলারোয়ার হিজলদি কমিউনিটি ক্লিনিকের আয়োজনে “কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিএসজি) প্রশিক্ষণ” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে চন্দনপুর ইউনিয়নের হিজলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ৷ প্রশিক্ষণে হিজলদী কমিউনিটি ক্লিনিকসহ পার্শ্ববর্তী ৩টি ক্লিনিকের ৫১ জন সিএজি(সদস্য)   অংশগ্রহন করেন।
প্রশিক্ষণ কর্মশালায় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) নজরুল ইসলাম ৷ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় ও কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন হিজলদি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) শেফালী খাতুন ও স্বাস্থ্য সহকারী (এইচএ) মিজানুর রহমান ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি ৷  হিজলদি কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিটির কর্মকর্তা আশরাফুজ্জামান মন্টু, প্রভাষক আরিফ মাহমুদসহ সূধিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন  স্বাস্থ্য সহকারি মিজানুর রহমান ৷ অনুরুপভাবে কেরালকাতার সিংগা কমিউনিটি ক্লিনিকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্লিনিকে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন