হোম খুলনাসাতক্ষীরা কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক-রচনা-চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক-রচনা-চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 75 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বেলা ১১টায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে এবং কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় কলারোয়া সরকারি প্রাথমিক শিক্ষক মিলনায়তনে কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি  মো. আকতার আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কলারোয়া  উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, দুর্নীতি দমন কমিশন খুলনার কোর্ট পরিদর্শক অন্তর মজুমদার অন্তু ও সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, কলারোয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুনুর রশিদ মোল্লা প্রমুখ।

এসময় কলারোয়া উপজেলা প্রশাসন ও কলারোয়া  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কলারোয়া উপজেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় জেলা ও কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মুজিবুর রহমান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন