হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি মুজিবুর রহমান ও সাধারন সম্পাদক তৌহিদুর রহমান

কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সমিতির নব গঠিত কমিটির সভাপতি অধ্যক্ষ মুজিবর রহমান ও মাওলানা তৌহিদুর রহমানকে সাধারন সম্পাদক মনোনীত করা হয়েছে। সমিতির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ে মঙ্গলবার(১৯ জানুয়ারি) সকাল ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলামের উপস্থিতে সর্বসম্মতিক্রমে হামিদপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমানকে সভাপতি ও কলারোয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক মোঃ তৌহিদুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১২ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি প্রভাষক মোঃ আব্দুস সবুর, যুগ্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান, অর্থ সম্পাদক মোঃ শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা রওশন আরা খাতুন, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল হান্নান, সদস্য শহিদুল ইসলাম, আব্দুল খালেক, হুমায়ুন কবির,ও রুহুল কুদ্দুস।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন