বিনোদন ডেস্ক:
ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন চললেও সেই আবহাওয়া যেন সিনেমার ওপর প্রভাব না ফেলে, সে বিষয়ে সতর্ক দুই বাংলার প্রযোজক-পরিচালকরা।
আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা। যে ছবির কাজে বেশ কিছুদিন ধরেই ভারতে আছেন পরিচালক রায়হান রাফী।
গত সপ্তাহান্তে প্রযোজক মহেন্দ্র সোনি আর শ্রীকান্ত মোহতার উদ্যোগে একটা পার্টিতে দেখা গেল রাফীকে। যেখানে সঙ্গে ছিলেন শাকিব আর জয়া।
সম্প্রতি একটি ইভেন্টে কলকাতায় যাওয়ার কথা ছিল অভিনেতা চঞ্চল চৌধুরীর। তবে শেষ মুহূর্তে অভিনেতা ভারতে আসা বাতিল করেছেন। চঞ্চল না গেলেও জয়া ভারতে গিয়েছেন শুটিং করতে।
কলকাতায় উড়াল দিলেন শাকিব-জয়া
টলিউডের সুপারহিট সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ তৈরি করার পর পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবার হাত দিচ্ছেন ‘অর্ধাঙ্গিনী টু’ তৈরির কাজে। সামনেই তার ঘোষণা পর্ব রয়েছে। সেই ছবির কাজের জন্যও জয়া এখন ভারতে।
শাকিব-জয়ার সঙ্গে টলিউডের এই পার্টিতে ছিলেন প্রযোজক শ্রীকান্ত মোহতা, পরমব্রত চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। শাকিব খানের পাশে দেখা গেছে দুই নায়িকা শুভশ্রী গাঙ্গুলি আর শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।
শাকিব খানের সঙ্গে কাজ করেছেন দুই নায়িকাই। তবে তাণ্ডবেও তারা থাকছেন কি না, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পার্টির যে ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, সেখানে ভারতের এই দুই নায়িকার পাশেই দেখা গেল শাকিবকে। পার্টিতে আমন্ত্রিতের তালিকায় আরও ছিলেন রাজ চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায় থেকে অনিন্দ্য চট্টোপাধ্যায়।
অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি ‘তাণ্ডব’। শাকিব-জয়া ছাড়াও ছবিতে রয়েছেন সাবিলা নূরসহ একঝাঁক তারকা। ইতোমধ্যেই সিনেমার দেড় মিনিটের টিজর ঝড় তুলেছে দুই বাংলায়।