হোম অন্যান্য কর্মীদের জড়ো করে ঢাকায় ঝটিকা মিছিল করাচ্ছে আওয়ামী লীগ: ডিএমপি

কর্মীদের জড়ো করে ঢাকায় ঝটিকা মিছিল করাচ্ছে আওয়ামী লীগ: ডিএমপি

কর্তৃক Editor
০ মন্তব্য 51 ভিউজ

নিউজ ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা ঢাকায় কর্মীদের জড়ো করে টাকা দিয়ে ঝটিকা মিছিল করাচ্ছেন বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীতে অভিযান চালিয়ে দলটির ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আরও জানানো হয়, মোহাম্মদপুরে পুলিশের ৩ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি প্রশাসনিক সিদ্ধান্ত।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইয়াসিন আহমেদ রবিন ঢাকায় আছেন প্রায় এক বছর ধরে। পুলিশ বলছে, ১৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় যুবলীগের মিছিল সংগঠিত করেছিলেন তিনি। দেশের বিভিন্ন এলাকা থেকে কর্মী সংগ্রহ করেছেন, মিছিলের জন্য টাকাও দিয়েছেন।

এমন অভিযোগে রবিনসহ যশোর ও খুলনার ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। আর গত এক মাসে আটক হয়েছে ৫০০ জন।

তালেবুর রহমান বলেন, ‘পরিকল্পনাকারী, তাদেরকে আশ্রয়দাতা ব্যক্তি এবং এসব ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের আর্থিক সহায়তাকারী—যেই হোক না কেন, যেহেতু তাদের কার্যক্রম আইনত নিষিদ্ধ, এই নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের কঠোর তৎপরতা অব্যাহত থাকবে।’

গত শুক্রবার মোহাম্মদপুরে ঝটিকা মিছিল প্রতিরোধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে। এরই মধ্যে তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এটি প্রশাসনিক সিদ্ধান্ত বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

তালেবুর রহমান বলেন, ‘কিছু পুলিশ সদস্য তাদের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেছেন। পরবর্তীতে বিকেলে মোহাম্মদপুর জোনাল এসি, মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশনস) এবং সেই সময়ের ডিউটি অফিসার—এই তিনজনকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়। এটা নিতান্তই প্রশাসনিক কারণে।’

এক প্রশ্নের জবাবে ডিএমপি জানায়, আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে পুরস্কার দেওয়ার কোনো আদেশ হয়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন