হোম আন্তর্জাতিক করোনা শনাক্তের তথ্য প্রকাশ করবে না চীন

আন্তর্জাতিক ডেস্ক :

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) জানিয়েছে, দৈনিক করোনা শনাক্তের পরিসংখ্যান প্রকাশ করবে না। দেশটি। রোববার (২৫ ডিসেম্বর) থেকেই এ তথ্য প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে।

এনএইচসি এক বিবৃতিতে জানিয়েছে, গবেষণার জন্য করোনা সংক্রান্ত তথ্য চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সরবরাহ করবে। সিডিসি কতদিন পরপর কোভিড সংক্রান্ত তথ্য প্রকাশ করবে, তা বিবৃতিতে জানানো হয়নি। করোনা ছড়িয়ে পড়ার পর তিন বছর ধরে করোনা সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করত এনএইচসি।

চীনে করোনার ভ্যারিয়েন্ট বিএফ.৭-এ সংক্রমণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য দফতরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, চীনের একটি শহর কিংডাও থেকেই প্রতিদিন আক্রান্ত হচ্ছেন পাঁচ লাখেরও বেশি মানুষ।

যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে হাসপাতালগুলো রোগী সামলাতে হিমশিম খাচ্ছে। একটি শহরে এক দিনের সংক্রমণই ইঙ্গিত দিচ্ছে যে, চীনে কোভিডের ভয়াবহতা কোন পর্যায়ে পৌঁছেছে।

আগামী সপ্তাহের মধ্যে এ শহরে সংক্রমণের হার ১০ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। লন্ডনের এয়ারফিনিটি লিমিটেড নামে বিশ্লেষক সংস্থার দাবি, জানুয়ারিতে চীনে ৩০ লাখেরও বেশি মানুষ দৈনিক সংক্রমিত হতে পারে, যা মার্চে বেড়ে ৪০ লাখে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন