হোম অন্যান্যলাইফস্টাইল করোনা মোকাবিলায় মাস্ক যেভাবে পরবেন

করোনা মোকাবিলায় মাস্ক যেভাবে পরবেন

কর্তৃক
০ মন্তব্য 192 ভিউজ

অনলাইন ডেস্ক:

চারদিকে সবার সঙ্গে শুধু এক বিষয়েই কথা হয়, করোনা আর করোনা। এই করোনার ভয়াবহতা যেকোনো যুদ্ধের চেয়ে কম আতঙ্কের নয়। এই যুদ্ধ জয় করতে তেমন কার্যকর ভ্যাকসিন এখনো তৈরি করতে পারেনি বিশ্বের কোনো গবেষক।

তারপরও নিজেদের এই মহামারি থেকে রক্ষায় আমরা কিছু পদ্ধতি মেনে চলছি। যার মধ্যে অন্যতম মাস্ক ব্যবহার। মাস্ক তো সবাই ব্যবহার করছি। কিন্তু মাস্ক ব্যবহারেরও কিছু নিয়ম রয়েছে। সেগুলো কি জানি? আসুন জেনে নেই:

• এই যেমন, মাস্ক কখনই লুজ করে পরবেন না৷ মাস্কের কোনো অংশ যেন আলগা না থাকে

• এমনভাবে মাস্ক পরবেন না যাতে নাকের মাথাটা শুধু ঢাকা থাকে

• কখনই মাস্কটিকে নাকের থেকে নামিয়ে থুতনির নিচে রাখবেন না

• মাস্ক নাক থেকে সরিয়ে শুধুমাত্র মুখের কাছে রাখবেন না

• করোনা ভাইরাস থেকে বাঁচতে সঠিক উপায়ে মাস্ক পরুন৷

সম্পর্কিত পোস্ট

মতামত দিন