কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ায় জাতীয় সমাজতাান্ত্রিক দল (জাসদ) এর উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে বৃহস্পতিবার(৭ জানুয়ারী) সকালে পৌর সদরে জনসচেতনতা মূলক সভা ও মাস্ক বিতরণ করা হয।
যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় ওই মাস্ক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা জাসদ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা জাসদ’র সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জাসদ নেতা শেখ আব্দুল হাকিম, আবু বকর সিদ্দিক, মুনসুর আলি, মোস্তাজুল হক, মেহেদি হাসান, আফসার আলি, ঈমান আলি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ইদ্রিস আলি, নিজামউদ্দীনসহ দলীয় নেতা-কর্মীবৃন্দ।
মাস্ক বিতরণকালে জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে জনসচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়।
s