নিজস্ব প্রতিনিধি :
‘মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধের একমাত্র উপায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মরণঘাতি নোবেল করোনা ভাইরাস সংক্রমণ রোধে কর্মহীন ও গৃহবন্দী মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতা থেকে দিন ব্যাপী ২০০ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সরকারি নির্দেশনা মেনে লোক সমাগম না করে সাতক্ষীরার ২০০ কর্মহীন ও গৃহবন্দী মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাড়িতে বাড়িতে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন দৈনিক যুগের বাতা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী আবু নাসের মো. আবু সাঈদ, মো. কামরুজ্জামান রাসেল, ডা. তানভীর আহম্মেদ, রফিকুল ইসলাম, জাকারিয়া হোসেন, রবিউল আলম প্রমুখ।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের ঢাকা ও বিভিন্ন দেশে থাকা সদস্যদের সার্বিক সহযোগিতায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দৈনিক ভোরের পাতা সম্পাদক ড. কাজী এরতেজা হাসান জজ, আমেরিকা প্রবাসী ইমরান, নজরুল ইসলাম, ডা. সোহান, শেখ শাকিল, মামুন, আরেফিনসহ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
করোনা ভাইরাস দুর্যোগ চলাকালীন সময়ে ও ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থীরা। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাতক্ষীরার সচেতন মহল। সেই সাথে সাথে এই বিপদের সময় সমাজের বিত্তবান ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের অসহায় মানুষের পাশে দাঁড়াবার আহবান জানিয়েছে।