হোম অন্যান্যসারাদেশ করোনা জয়ী সঞ্জয়কে ফুলেল শুভেচ্ছা

করোনা জয়ী সঞ্জয়কে ফুলেল শুভেচ্ছা

কর্তৃক
০ মন্তব্য 106 ভিউজ

কিশোর কুমার:

অবশেষে করোনাকে হার মানিয়ে সুস্থ হয়ে ফিরলেন এনজিও কর্মী সঞ্জয় সরকার। সে সাতক্ষীরা জেলার তালা উপজেলার কাপাশডাঙা গ্রামের প্রভাষ সরকারের পুত্র। আজসকালে তালা কলোরোয়া -১আসনের সংসদ সদস্য মুস্তফা তার বাড়িতে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান।এসময় সেখানে উপস্থিত ছিলেন,তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ,নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
তালা উপজেলার সাস্থ্য পরিদর্শক ডাঃরাজিব সরদার জানান,গত (৩০এপ্রিল)সঞ্জয় সরকার করোনা পজেটিভ ধরা পড়লে তার বাড়ি সহ আশে পাশে দশ বাড়ি লকডাউন ঘোষনা করা হয়। এর পর থেকে তিনি বাড়িতে বসে চিকিৎসা সেবা নিয়ে আসছিলেন। গত২২মে তার রিপোট নেগেটিভ আসলে শনিবার(২৩মে)সকালে তার বাড়িতে গিয়ে লগডাউন প্রত্যাহার করা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন