হোম অন্যান্যসাহিত্য করোনা ও মানুষ

করোনা ও মানুষ

কর্তৃক
০ মন্তব্য 90 ভিউজ

লর্ড হরিদাস

সুখে ছিলাম ভালোই ছিলাম,
কেটে যাচ্ছিল দিন।
হঠাৎ করে উহান থেকে, থাবা দিল চীন।

বিশ্বকে আজ আঘাত দিল, শিং জিন পিং, এই দেখে পুতিন মামা, নাচ্ছে ধিং ধিং।

ট্রাম্প মামা ভেবেছিল, হবে নাতো কিছু।
করোনা এখন লেজ ধরেছে, তারই পিছু পিছু।

জনসন ভাই অ্যাটাক হল,
ছাড়লো না তো পিছু।
করোনা এখন বাংলাদেশে, ছড়াচ্ছে কিছু কিছু।

ঘরে বসে মারছে উকি,
কিম জং উন।
এই দেখে মোদি মামা, হেসেই হলো খুন।

মানুষ এখন ভাবছে বসে,
গুনছে প্রহর দিন।
কবে যাবে অভাব আমার, কাটছে না তো দিন।

মাস্ক পরে আজ ঘুরছে মানুষ,
পথ হতে পথ দিগন্তে।
সূর্যি মামা রোজ সকালে, হাসছে তার নিয়মে।

সূর্য ওঠে সূর্য ডোবে, এইতো মোদের খেলা।
করোনা গেলে আমরা সবাই,
ভাসিয়ে দেবো ভেলা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন