হোম জাতীয় করোনা উপসর্গ নিয়ে মালয়েশিয়া ফেরত যুবক সাতক্ষীরা মেডিকেলে ভর্তি

করোনা উপসর্গ নিয়ে মালয়েশিয়া ফেরত যুবক সাতক্ষীরা মেডিকেলে ভর্তি

কর্তৃক
০ মন্তব্য 567 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :
করোনা উপসর্গ নিয়ে মালয়েশিয়া ফেরত এক যুবক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। তিনি সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা। সোমবার (৬এপ্রিল) সকাল ১১ টার দিকে এই যুবক হাসপাতালে ভর্তি হন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মানস কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, মালয়েশিয়া ফেরত এই যুবক বৃহস্পতিবার থেকে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। তবে, তার শ্বাসকষ্ট কম আছে। তিনি বলেন, রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইসিডিআরে পাঠানো হবে।

এদিকে, সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় সুত্র জানায়, আজ পর্যন্ত ৩ হাজার ৫১ জনকে হোম করেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে ১হাজার ৩০ জনকে হোম করেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ পর্যন্ত জেলার ১২ জন সন্দেহভাজন রোগির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আরইডিসিআরে পাঠানো হয়েছে।এর মধ্যে ২ জনের রিপোট নেগেটিব এসেছে । বাকি ১০ জনের রিপোট এখনো হাতে পাওয়া যায়নি ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন