হোম অন্যান্যসারাদেশ করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 121 ভিউজ

খুলনা অফিস :

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা ভাইরাস উপসরর্গ নিয়ে কবীর আহম্মেদ (৭০) নামের আরো এক বৃদ্ধর মৃত্যু হয়েছে । মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটে আইসোলেশন ওয়ার্ডে শ্বাস কষ্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

তার গ্রামের বাড়ী বাগেরহাট মংলা উপজেলায় । এছাড়া মঙ্গলবার ভোরে জ্বর ও শ্বাসকষ্টে মাগুরার জেলার অধিবাসী মো. আনসার (৫০) নামে আরো একজনের খুমেক হাসপাতালে মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, মংলা উপজেলার অধিবাসী কবীর আহম্মেদ (৭০) এক রোগী প্রচন্ড শ্বাস কষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার দুপুর সোয়া ২টায় খুলনা মেডিকেল কলেজে হাসপাতালের জরুরী বিভাগে আসে।

সেখান থেকে কবীর আহম্মেদকে দ্রুত হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুুপুর ২টা ৫০ মিনিটে তিনি মারা যান । মৃত কবীর আহম্মেদের নমুনা সংগ্রহ করে পরীক্ষর জন্য পাঠানো হয়েছে ।

ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস আরো জানান, সোমবার (০৪ মে) রাত সাড়ে ১২টার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মো. আনসার নাম একজন রোগী ভর্তি হন। মঙ্গলবার ভোরে তিনি মারা যান। তার বাড়ি মাগুরা সদরে। মৃত আনসারের নমুনাও সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

খুলনা সিভিল সার্জন এস এম সুজাত আহম্মেদ জানান, করোনা ভাইরাস আক্রান্ত প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষে থেকে ২৬৬৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। ১৪ দিন রাখার পর ২১৪২ জনকে সনদপত্র দিয়ে মুক্ত করা হয়েছে ।

এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে ৪ জন ও খুলনা করোনা হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন রয়েছে । গেল ২৪ ঘন্টায় ২৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মুক্ত করা হয়েছে ১৩১ জনকে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন