বিনোদন ডেস্ক :
সৃজিত মুখার্জির পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন রাফিয়াত রশিদ মিথিলার মেয়ে আইরা তেহরীম খান। আইরা বর্তমানে কলকাতা আছেন।
মেয়ের করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছেন মিথিলা নিজেই। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) নিজের ফেসবুকে মিথিলা লেখেন, ‘মেয়েটার গত তিন দিন জ্বর ছিল দেখে পরীক্ষা করিয়েছিলাম। বুধবার (৫ জানুয়ারি) করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে আগে থেকেই ওষুধ খাওয়ানো শুরু করায় এখন বেশ ভালো আছে সে।’
আইরার কোনো জটিলতা দেখা দেয়নি বলেও জানান মিথিলা। জানা গেছে, সৃজিত করোনা আক্রান্ত হওয়ার পর মেয়েকে নিয়ে আলাদা থাকছিলেন মিথিলা। সৃজিত এখন ভালো আছেন। সবাই এখন আলাদা থাকছেন। তাদের সেবা করছেন মিথিলা।
২০০৬ সালের ৩ আগস্ট তাহসানকে বিয়ে করেন মিথিলা। ২০১৭ সালের জুলাইয়ে বিচ্ছেদ হয় তাদের। তাহসান-মিথিলার একমাত্র সন্তান আইরা। এরপর মিথিলা বিয়ে করেন সৃজিত মুখার্জিকে। ২০১৯ সালের ৬ ডিসেম্বর ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন তারা।
বিয়ের পর কলকাতায় থাকছেন মিথিলা। মেয়েকেও নিয়ে গেছেন সঙ্গে করে। আইরা কলকাতার একটি স্কুলে পড়াশোনা করছেন। সৃজিতের সঙ্গেও তার সম্পর্ক বেশ ভালো।