হোম অন্যান্যসারাদেশ করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত, ২৯২৮ মৃত্যু ৫০

করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত, ২৯২৮ মৃত্যু ৫০

কর্তৃক
০ মন্তব্য 87 ভিউজ

অনলাইন ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৬৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৯২৮ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯১৪ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জনে।

সোমবার কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৬২ জনের নমুনা পরীক্ষা করে দুই হাজার ৯২৮ জনের করোনা শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় মৃত ৫০ জনের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ১৫ জন বলে জানান নাসিমা সুলতানা।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর থেকে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন