হোম অন্যান্যসারাদেশ করোনায় বিপর্যস্ত ফারজানা ফ্যাশন গার্মেন্সের মালিক ও শ্রমিক

কিশোরগঞ্জ প্রতিনিধি :

করোনাকালে ঝিঁমিয়ে আছে পোষাক শিল্প। বিশেষ করে জেলা- উপজেলা পর্যায়ে উদ্যোক্তাদের এ শিল্প নিয়ে এখন অনেকটাই বেগ পেতে হচ্ছে। পর্যাপ্ত পণ্য উৎপাদন ও বিপনন না হওয়ায় বর্তমানে মালিক ও শ্রমিক তাদের এ পেশা নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার একমাত্র পোষাক উৎপাদনের মিনি গার্মেন্সটি উছমানপুর ইউনিয়নে অবস্থিত। ফারজানা ফ্যাশন গার্মেন্সে মহিলাদের জন্য ফ্রি ট্রেনিং সেন্টার চালু থাকায় এলাকার বেকার মহিলাদের আত্নকর্মসংস্থানের পথ সুগম হয়েছে।

বর্তমানে করোনা মহামারীর কারণে ক্রেতা না থাকায় এ গার্মেন্সের মালিক ফারজানা আক্তার সহ শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন।

ফারজানা আক্তার বলেন, এ পর্যন্ত শতাধিক মহিলাকে আমি প্রশিক্ষণ দিয়েছি। এর মধ্যে অর্ধশত প্রশিক্ষনার্থী সফল আত্ম কর্মী হিসেবে কাজ করছে। করোনা সংকটের কারনে এ পর্যন্ত আমার প্রায় দশ লক্ষ টাকা লোকসান হয়েছে। পোশাক তৈরি ও বিক্রয় বন্ধ থাকায় আমি ও আমার শ্রমিকরা হতাশায় দিন কাটাচ্ছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন