অনলাইন েডস্ক :
করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জনপ্রিয়তা কমে যাওয়ার খবর দিয়েছে এএফপি। ওই ফরাসি বার্তা সংস্থার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাস মোকাবিলায় শৈথিল্য এবং সাম্প্রতিক দিনগুলোতে ব্যাপক হারে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে পুতিনের জনপ্রিয়তা বড় ধরনের ধাক্কা খেয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন যখন সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে ক্ষমতার মেয়াদ বাড়ানোর পদক্ষেপ নিতে যাচ্ছিলেন, ঠিক সেই সময়ে করোনার আঘাত তার জন্য হতাশা সৃষ্টি করেছে।
শনিবার নাৎসি জার্মানির পরাজয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে মস্কোর রেড স্কোয়ারে জাঁকজমকপূর্ণ সামরিক মহড়া আয়োজনের কথা ছিল। চীনা নেতা শি জিনপিং ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ছিলেন আমন্ত্রিত অতিথি। কথা ছিল ১৫ হাজার সেনা সমাবেশসহ দেশটির সর্বাধুনিক অস্ত্রের প্রদর্শনী হবে। তবে আয়োজনটি সীমিত করেছে ক্রেমলিন। এখন সামরিক জেটগুলো নিস্তরঙ্গ মস্কোর আকাশে উড়বে আর লাল, সাদা ও নীল ধোঁয়া নিক্ষেপ করবে। পুতিন পরিত্যক্ত রেড স্কোয়ারের কাছে একটি সমাধিসৌধে ফুল এবং জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
এএফপি বলছে, পুতিন যখন এবার ভাষণ দেবেন, তখন তিনি ক্ষুব্ধ একটি জাতির সামনে দাঁড়াবেন, যারা নভেল করোনাভাইরাস ঠেকাতে গৃহীত সরকারের পদক্ষেপে বিরক্ত। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সামরিক কুচকাওয়াজ করোন মহামারির কারণে বিঘ্নিত হচ্ছে তা নয়। বরং এটা রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, প্রধানমন্ত্রীকে হাসপাতালে পাঠিয়েছে এবং পুতিনের জনপ্রিয়তা সূচকে ধস নামিয়ে দিয়েছে।