হোম জাতীয় করোনায় ঝিনাইদহে অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তার মৃত্যু

করোনায় ঝিনাইদহে অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তার মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 89 ভিউজ

অনলাইন ডেস্কঃ

ঝিনাইদহের অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা (সুপারিনটেনডেন্ট) মো. গোলজার হোসেন (৬৯) ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে (শিশু হাসপাতাল) সোমবার রাতে মারা যান। মঙ্গলবার দুপুরে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে ২৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে এই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ২৬ আগস্ট করোনা পজিটিভ ধরা পড়ে তার।

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খান জানান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ৫১তম লাশ হিসেবে মো. গোলজার হোসেনের লাশ দাফন করা হয়েছে। বেশ কয়েক বছর পূর্বে চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি।

তার গ্রামের বাড়ি সদর উপজেলার ডাকবাংলা গ্রামে। বসবাস করতেন জেলা শহরের আদর্শপাড়ায় নিজ বাড়িতে। মিষ্টভাষী এই মানুষটির মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।

অনলাইন ডেস্কঃ

ঝিনাইদহের অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা (সুপারিনটেনডেন্ট) মো. গোলজার হোসেন (৬৯) ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে (শিশু হাসপাতাল) সোমবার রাতে মারা যান। মঙ্গলবার দুপুরে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে ২৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে এই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ২৬ আগস্ট করোনা পজিটিভ ধরা পড়ে তার।

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খান জানান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ৫১তম লাশ হিসেবে মো. গোলজার হোসেনের লাশ দাফন করা হয়েছে। বেশ কয়েক বছর পূর্বে চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি।

তার গ্রামের বাড়ি সদর উপজেলার ডাকবাংলা গ্রামে। বসবাস করতেন জেলা শহরের আদর্শপাড়ায় নিজ বাড়িতে। মিষ্টভাষী এই মানুষটির মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।

 

সূত্রঃ  যুগান্তর

সম্পর্কিত পোস্ট

মতামত দিন