মাগুরা অফিস :
মাগুরায় করোনায় ক্ষতিগ্রস্থ নিন্ম আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য পরিচালিত বিনামূল্যে পাঠদান কার্যক্রম অদম্য পাঠশালার ১ বছর উপলক্ষে আজ শুক্রবার মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যৌথভাবে গত ১ বছর ধরে খোলা আকাশের নিচে ব্যতিক্রমধর্মী এ পাঠশালা পরিচালনা করে আসছে।
দুপুরে শহরের দরি মাগুরা সরদারপাড়া আম বাগানে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বাসদ নেত্রী প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি নেতা কাজী ফিরোজ, জাসদ নেতা সমীর চক্রবর্তী, ঝিনাইদহ বাসদ নেতা এ্যাডভোকেট আসাদুল ইসলাম, সমাজ সেবক কামরুজ্জামান চপল, মোশারফ হোসেন, কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলুসহ অন্যরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও আবৃত্তি পরিবেশন করে অদম্য পাঠশালার পিছিয়ে পড়া শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে ২০২০ সালের মে মাসের ২৫ তারিখ থেকে মাগুরায় আদিবাসি সম্প্রদায় ও অনলাইনে ক্লাস করতে অক্ষম ছাত্র-ছাত্রীদের জন্য খোলা আকাশের নিচে অদম্য পাঠশালা চালু করে প্রকৌশলী শম্পা বসু ও তার কর্মীরা। যার পথ ধরে সারাদেশে ২৯ টি জেলায় অদম্য পাঠশালা কার্যক্রম ছড়িয়ে পড়ে। যার মাধ্যমে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য লেখাপড়া চালিয়ে আসছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
