হোম আন্তর্জাতিক করোনায় আক্রান্ত হয়েও সুস্থ হয়েছেন ১০ লাখ মানুষ

করোনায় আক্রান্ত হয়েও সুস্থ হয়েছেন ১০ লাখ মানুষ

কর্তৃক
০ মন্তব্য 155 ভিউজ

অনলাইন ডেস্ক :

বর্তমান বিশ্বের এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। প্রাণঘাতী এ মহামারি ভাইরাস সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে। অদৃশ্য এ করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় প্রতিটি দেশে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৩২ লাখ ১৯ হাজার ২৪২ জন। তাদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৯০ হাজার ৯৩৫ জন চিকিৎসাধীন রয়েছে। তবে করোনায় আক্রান্ত হওয়ার পরও সুস্থ হয়ে ১০ লাখ ১১৩ জন।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এর হিসেব অনুযায়ী, করোনা ভাইরাসজনিত রোগ থেকে চীনের মূল ভূখণ্ডে সেরে উঠেছে ৭৭ হাজার ৬১০ জন। যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪৭ হাজার ৪১১, স্পেনে ১ লাখ ৩২ হাজার ৯২৯, ইরানে ৭৩ হাজার ৭৯১ জন, ইতালিতে ৭১ হাজার ২৫২ এবং ফ্রান্সে ৪৮ হাজার ২২৮ জন সুস্থ হয়ে উঠেছে। ইউরোপের দেশ জার্মানিতে ১ লাখ ২০ হাজার ৪০০ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ ছাড়া তুরস্কে ৪৪ হাজার ৪০, ব্রাজিলে ৩৪ হাজার ১৩২, সুইজারল্যান্ডে ২২ হাজার ৬০০ জন, কানাডায় ২০ হাজার ৩৩২, অস্ট্রিয়ায় ১২ হাজার ৭৭৯, দক্ষিণ কোরিয়ায় ৭ হাজার ৯২২, বেলজিয়ামে ১১ হাজার ২৮৩ ও অস্ট্রেলিয়ায় ৫ হাজার ৬৮৫ জন সুস্থ হয়ে উঠেছে।

এদিকে আক্রান্তের দিক থেকে ইতালি, স্পেন, চীনকে পেছনে ফেলে বর্তমানে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১০ লাখ ৬৪ হাজার ১৯৪ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তবে এই ভাইরাসে দেশটিতে প্রাণ হারিয়েছেন ৬১ হাজার ৬৫৬ জন।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন