মোংলা প্রতিনিধি :
করোনা সংক্রমনের উর্দ্ধোগতি কমাতে আজ দ্বিতীয় দিনের মোংলা উপজেলায় চলছে কঠোর বিধিনিষেধ। রবিবার(৩০ মে) থেকে শুরু হওয়া বিধিনিষেধের ফলে আজও পৌর শহরের সকল দোকানপাট বন্ধ রয়েছে। শহরের প্রবেশের সড়ক গুলোতে চেকপোস্ট বসিয়ে জনসাধারনের যাতায়াত কমাতে কাজ করছে পুলিশ ও আনছার সদস্যরা।
এছাড়া পুলিশের কয়েকটি টিম শহরে টহল দিচ্ছে। দুটি ভ্রাম্যমান আদালত কাজ করছে পৌরশহরে। বিধিনিষেধ ভঙ্গকারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে বন্দরের পন্য উঠানামার কাজ স্বাভাবিক নিয়মে চলছে।
ভারত থেকে পন্য বহন করে আসা নৌযান গুলোর কর্মচারীদের স্থলভাগে নামতে দেয়া হচ্ছেনা। ঈদ পরবর্তী হঠাৎ করোনা সংক্রমনের হার বাড়তে থাকে মোংলা উপজেলায়। পরিক্ষন অনুযায়ী বর্তমানে আক্রান্তের হার ৬২শতাংশ। সংক্রমনের এই উর্দ্ধোগতী কমাতে ৩০ মে রবিবার থেকে ৮ দিনের জন্য উপজেলা ব্যাপি কঠোর বিধিনিষেধ জারি করে উপজেলা প্রশাসন।