হোম অন্যান্যসারাদেশ করোনার ভয়ে প্লেনের সব আসনই ভাড়া করলেন তিনি!

সংকল্প ডেক্স :

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচতে সামাজিক দূরত্ব মেনে চলার কোনো বিকল্প নেই। কিন্তু ইন্দোনেশিয়ার জাকার্তার এক বাসিন্দা যা করেছেন, তার সঙ্গে সম্ভবত আর কারো তুলনাই হয় না। করোনা থেকে বাঁচতে একটা প্লেনের সব আসনই বুকিং দিলেন তিনি।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, ওই ব্যক্তির নাম রিচার্ড মুলিজাদি। তিনি জাকার্তার বিখ্যাত সোশ্যালাইট (বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া ধনী ব্যক্তি)।

প্রতিবেদনে বলা হয়, করোনার মহামারির কারণে অনেকদিন থেকেই তিনি বাড়ির বাইরে বের হচ্ছেন না। এর মধ্যে বালি যাওয়ার ভীষণ দরকার হয়ে পড়ে তাঁর। আর তাই করোনা আতঙ্কে রিচার্ড গোটা প্লেনটার সব আসনই ভাড়া করে নেন তিনি। অবশ্য এই ফ্লাইটে তাঁর সঙ্গে স্ত্রীও ছিলেন।

রিচার্ডের পোস্ট করা ফ্লাইটের ছবিতে দেখা যায় ফাঁকা প্লেনে বসে রয়েছেন তিনি। সঙ্গে ক্যাপশন দিয়েছেন, ‘যতগুলো সম্ভব সিট বুক করে ফেলেছি। আরে একটা প্রাইভেট জেট ভাড়া করার থেকে তো সস্তা হলো। এটাই কৌশল, বন্ধুরা।’

রিচার্ডের ভয় ছিল, প্লেনে অন্য যাত্রীদের থেকে যদি তাঁর ও স্ত্রীর শরীরে করোনা ছড়ায়। তাই সামাজিক দূরত্ব চূড়ান্ত সীমায় নিয়ে গেছেন তিনি।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন