হোম অন্যান্যসারাদেশ করোনার বংশবিস্তার হচ্ছে দাকোপে, মোট আক্রান্ত ১৪

করোনার বংশবিস্তার হচ্ছে দাকোপে, মোট আক্রান্ত ১৪

কর্তৃক
০ মন্তব্য 132 ভিউজ

সৌরভ মন্ডল, দাকোপ:

খুলনা জেলার দাকোপ উপজেলাতে করোনা সংক্রমণ পরিস্থিতি ক্রমেই বেড়ে চলেছে।দাকোপ উপজেলায় এ পর্যন্ত ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থকমপ্লেক্স সূত্রে জানা যায়, দাকোপে এ পর্যন্ত ১৪ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে পানখালী ইউনিয়নের লক্ষিখোলা এলাকার ফাতেমা বেগম, রাইমা বেগম এবং বানীশান্তার হিমাদ্রী মন্ডল সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।

বর্তমানে উপজেলাতে যারা আক্রান্ত আছেন চুনকুড়ি এলাকার নীপা হালদার, সুজাতা বাছাড়, সুরঞ্জন রায়, নুর মোহাম্মাদ মোড়ল, কামারখোলার উজ্জল মন্ডল, চালনা পৌরসভার জলিল শেখ এবং লাউডোপ এলাকার পুলিশের সদস্য ইন্দ্রোজিত রায়সহ ৪ জন। উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯১ জনের। বর্তমানে কোয়ারেন্টাইনে আছে ১৬৫ জন। এ ছাড়া আইসোলেশনে আছে ১১ জন।

এ দিকে ভয়াবহ এই পরিস্থিতি মোকাবেলায় উপজেলা বাসীর মাঝে সচেতনতার অভাব দেখা যাচ্ছে। রাস্তা ঘাটে অবাধে চলাচল এবং স্বাস্থ্য বিধি মেনে না চলার প্রবণতা কিছু মানুষের মাঝে অব্যাহত আছে। করোনার সংক্রমণ প্রতিরোধে দাকোপে সমন্বিত উদ্যোগ বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতা এখন খুব বেশী প্রয়োজন বলে মনে করছেন অভিজ্ঞ মহল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন