হোম অন্যান্যসারাদেশ করোনাভাইরাস থেকে মুক্ত হতে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান খুলনা সিটি মেয়রের

করোনাভাইরাস থেকে মুক্ত হতে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান খুলনা সিটি মেয়রের

কর্তৃক
০ মন্তব্য 83 ভিউজ

খুলনা অফিস :

করোনাভাইরাস থেকে মুক্ত হতে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, নিজেদের সুরক্ষা নিশ্চিত করেই নিজেদেরকে চলতে হবে। সকল কাজকর্ম করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন, নিম্নআয় ও অসহায় মানুষের পাশে রয়েছেন।তিনি অসহায়দের জন্য সব ধরনের সহায়তা দিয়ে যাবেন।

শুক্রবার তিনি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় এবং খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ (শুক্রবার) সকালে আফিল জুট মিলসগেটস্থ খানজাহান আলী থানার ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় চত্বরে কর্মহীন, নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা এবং নগদ অর্থ বিতরনকালে এসব কথা বলেন।

এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, আটরা-গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরদার আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় তিনি দুইশত কর্মহীন, নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে পাঁচ কেজি করে চাল এবং নগদ একশত টাকা বিতরণ করা হয়।

পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে খানজাহান থানার ৩৫, ৩৪, ৩৩ ও ২ নম্বর ওয়ার্ড এবং দৌলতপুর ও খালিশপুর থানার প্রতিটি ওয়ার্ডের দুইশত জন করে মোট আটশত কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে পাঁচ কেজি করে চাল এবং নগদ একশত টাকা বিতরণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন