হোম এক্সক্লুসিভ করোনাকে উপেক্ষা করে পত্রিকা পরিবেশক এখন ভ্রাম্যমান চা বিক্রেতা

করোনাকে উপেক্ষা করে পত্রিকা পরিবেশক এখন ভ্রাম্যমান চা বিক্রেতা

কর্তৃক
০ মন্তব্য 88 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার পাটকেলঘাটার সবার প্রিয় ধার্মিক ও রশিক পত্রিকা পরিবেশক করোনার প্রভাবে পেশা বদল করে এখন হয়েছেন ভ্রাম্যমান চা বিক্রেতা। তার হঠাৎ পেশা বদল ও করোনা যে মানুষের জীবনযে থমকে দিতে পারে না তার উজ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দীর্ঘ ২৫ বছর স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকার পরিবেশক হিসাবে নিজেকে সকলের কাছে সদা হাস্যউজ্বল মানুষ তিনি। নভেল করোনা সারা পৃথিবীকে যখন থমকে দিয়েছেন তখন একটুও দমাতে পারেনি পত্রিকা পরিবেশক বাবুকে।

যে মানুষটির পত্রিকা ছুড়ে দেওয়ার শব্দে ঘুম ভাঙ্গত টিক বর্তমান সময়ে সকলেই যখন ঘরে বন্ধী অন টাইম গøাস ও ফ্লাক্স নিয়ে চা পান করানোর দায়িত্বটাও নিয়েছে নিজ হাতে। করোনার প্রভাবে সারাদেশে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। দৈনিক পত্রিকা গুলো প্রিন্টে না থেকে অন লাইনে তাই বলে কি বাবুর নিত্য রোজগার বন্ধ হয়ে যাবে! না করোনাকে জয় করে মুখে মাস্ক পরে সকলকে চা পান করিয়ে নিত্য রোজগার ঠিকই ধরে রেখেছে। ঈমাম হোসেন বাবু কায়িক পরিশ্রমের একজন সফল মানুষ।

ভোর থেকেই বিভিন্ন গাড়ী থেকে পত্রিকা নামিয়ে তা পাঠকের হাতে পৌছে টাকা নেওয়ার জন্য গভীর রাত পর্যন্ত এ মানুষটিকে সাইকেলে চোড়ে রসের কথা বলে সকলের মনে আনন্দ দিতে যেন তার জন্ম। এ বিষয়ে পত্রিকা পরিবেশক বর্তমান ভ্রাম্যমান চা বিক্রেতা এ প্রতিবেদককে জানিয়েছেন হালাল জীবিকা আমার অহংকার। বর্তমানে পত্রিকা বন্ধ বাড়ীতে থাকতে দম বন্ধ হয়ে আসে। তাই করোনার হাত থেকে রক্ষা পেতে মুখে মাস্ক পরে নিত্য দিনের রোজগার ধরে রাখতে ভ্রাম্যমান চা বিক্রেতা হয়ে নিজেকে গর্বিত মনে করি।

শত পরিশ্রমের মধ্যেও সততাই আমার মুলধন। সমাজে করো কাছে আমার কিছু চাওয়ার নেই তবে করোনা প্রতিরোধক একসেট পোশাক দিয়ে প্রশাসন যদি সহযোগীতা করে তবে আমি মৃত্যুর আগে পর্যন্ত মানব সেবা করে যাব।এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন আপাতত হ্যান্ড গেøাবস ও মাস্ক দেওয়া হবে। পরবর্তীতে করোনা প্রতিরোধক পোশাক আসলে দেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন