ঝালকাঠি প্রতিনিধি :
করোনাভাইরাসের এই সময়ে চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটছে সাধারণ মানুষের। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলোর। বর্তমান সময়ে করোনার ভয়াল ছোবলে অনেক মানুষের ঘরে এক বেলা খাবার জুটে কিনা তাও সন্দিহান। সরকারি, বেসরকারি, ব্যক্তি উদ্যোগে হতদরিদ্রদের নানাভাবে সহায়তার বরাদ্দ থাকলেও তা থেকে বঞ্চিত অনেক মধ্যভিত্ত ও হতদরিদ্রই পরিবারই। দেশের এই ক্লান্তিকর মুহুর্তে অনেক জনপ্রতিনিধিই তাদের পকেট কানায় কানায় পরিপূর্ণ করার প্রতিযোগিতায় নেমেছে। ঠিক সেই সময়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার ৬ নং মঠবাড়ী ইউনিয়নের আলোচিত মানবতার ফেড়িওয়ালা হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো:তরিকুল ইসলাম তারেক। অনেকটা প্রকৃত ‘মানবতার ফেরিওয়ালা’ হয়ে নিরলস ভাবে একের পর এক কাজ করে যাচ্ছেন উপজেলার ৬ নং মঠবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য মানবিক তরিকুল ইসলাম তারেক।
যিনি এ পর্যন্ত একাধিক বার ইউনিয়ন ওয়ার্ড বাসীর বাড়ী বাড়ী গিয়ে খাদ্য ও নগদ অর্থ দিয়ে সহায়তা দিয়েছেন। ইউনিয়ন বাসীর চলাচলের জন্য একাধিক রাস্তাও সংস্কার করেছেন।অথচ তিনি কোনো একজন এম.পি বা চেয়ারম্যান অথবা একজন বড় মাপের রাজনিতিবীদও নন; তিনি সামন্য একজন ইউপি সদস্য মাত্র! তিনি প্রমাণ করেছেন, ইচ্ছে থাকলে সকল প্রতিকুলতা ভেঙ্গে মানুষের কল্যাণে এগিয়ে আসা যায়।প্রয়োজন শুধু মানসিকতা। দেশের এই ক্লান্তিকর মুহুর্তে আসন্ন রমজান উপলক্ষে তিনি রাজাপুর উপজেলার ৬ নং মঠবাড়ী ইউনিয়ের ৬নং ওয়ার্ডের ৯০০ পরিবারের সকলের মাঝে বাড়ী বাড়ী গিয়ে তিনি ইফতার সামগ্রী বিতরণ করেন।প্রতেকটি পরিবারের জন্য এক একটি প্যকেটে খাদ্যসামগ্রগীর মধ্যে আছে ১ কেজি ছোলা,১ কেজি চিড়া,১ কেজি চিনি,আধা কেজি মূড়ি,আধা কেজি খেজুর ও একটি ট্যাংক। এ ব্যাপারে ইউপি সদস্য তরিকুল ইসলাম তারেক বলেন, নিজের উপার্জিত অর্থ থেকে আমি বিগতদিনে আমার ওয়ার্ড ও ইউনিয়ন বাসীর পাশে ছিলাম এবং যতদিন বেঁচে আছি ততদিনই মানুষের পাশে থাকব।
করোনাকালে মানবতার ফেরিওয়ালা রাজাপুরের ইউপি সদস্য তারেক!
ঝালকাঠি প্রতিনিধি :
করোনাভাইরাসের এই সময়ে চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটছে সাধারণ মানুষের। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলোর। বর্তমান সময়ে করোনার ভয়াল ছোবলে অনেক মানুষের ঘরে এক বেলা খাবার জুটে কিনা তাও সন্দিহান। সরকারি, বেসরকারি, ব্যক্তি উদ্যোগে হতদরিদ্রদের নানাভাবে সহায়তার বরাদ্দ থাকলেও তা থেকে বঞ্চিত অনেক মধ্যভিত্ত ও হতদরিদ্রই পরিবারই। দেশের এই ক্লান্তিকর মুহুর্তে অনেক জনপ্রতিনিধিই তাদের পকেট কানায় কানায় পরিপূর্ণ করার প্রতিযোগিতায় নেমেছে।ঠিক সেই সময়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার ৬ নং মঠবাড়ী ইউনিয়নের আলোচিত মানবতার ফেড়িওয়ালা হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো:তরিকুল ইসলাম তারেক। অনেকটা প্রকৃত ‘মানবতার ফেরিওয়ালা’ হয়ে নিরলস ভাবে একের পর এক কাজ করে যাচ্ছেন উপজেলার ৬ নং মঠবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য মানবিক তরিকুল ইসলাম তারেক।
যিনি এ পর্যন্ত একাধিক বার ইউনিয়ন ওয়ার্ড বাসীর বাড়ী বাড়ী গিয়ে খাদ্য ও নগদ অর্থ দিয়ে সহায়তা দিয়েছেন। ইউনিয়ন বাসীর চলাচলের জন্য একাধিক রাস্তাও সংস্কার করেছেন।অথচ তিনি কোনো একজন এম.পি বা চেয়ারম্যান অথবা একজন বড় মাপের রাজনিতিবীদও নন; তিনি সামন্য একজন ইউপি সদস্য মাত্র! তিনি প্রমাণ করেছেন, ইচ্ছে থাকলে সকল প্রতিকুলতা ভেঙ্গে মানুষের কল্যাণে এগিয়ে আসা যায়।প্রয়োজন শুধু মানসিকতা। দেশের এই ক্লান্তিকর মুহুর্তে আসন্ন রমজান উপলক্ষে তিনি রাজাপুর উপজেলার ৬ নং মঠবাড়ী ইউনিয়ের ৬নং ওয়ার্ডের ৯০০ পরিবারের সকলের মাঝে বাড়ী বাড়ী গিয়ে তিনি ইফতার সামগ্রী বিতরণ করেন।প্রতেকটি পরিবারের জন্য এক একটি প্যকেটে খাদ্যসামগ্রগীর মধ্যে আছে ১ কেজি ছোলা,১ কেজি চিড়া,১ কেজি চিনি,আধা কেজি মূড়ি,আধা কেজি খেজুর ও একটি ট্যাংক। এ ব্যাপারে ইউপি সদস্য তরিকুল ইসলাম তারেক বলেন, নিজের উপার্জিত অর্থ থেকে আমি বিগতদিনে আমার ওয়ার্ড ও ইউনিয়ন বাসীর পাশে ছিলাম এবং যতদিন বেঁচে আছি ততদিনই মানুষের পাশে থাকব।