জয়দেব চক্রবর্তী, কেশবপুর :
করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে থাকা কেশবপুর পৌরসভার ঘরবন্দি ১৭ হাজার কর্মহীন ও অসহায় মানুষ সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে খাদ্য সামগ্রী পেয়েছে। খাদ্য সামগ্রীসহ নিজ উদ্যোগে পৌর মেয়র রফিকুল ইসলাম ২৪ লাখ টাকা নগদ অর্থ প্রদান করেন এ সব অসহায় মানুষের মাঝে।
সরকারী ভাবে পৌরসভার ২হাজার ৬৯০ পরিবারকে চাল, ডাল, আলু, সাবান দেয়া হয়েছে। পৌরসভার রাজস্ব তহবিল থেকেও ১হাজার ৭২৮ পরিবারকে চাল, ডাল, আলু,তেল, পেয়াজ, সাবান, মাক্স বিতরণ করা হয়। পাশাপাশি যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার পৌর এলাকার ২ হাজার ৯৪০ পরিবারের মাঝে ৫হাজার ৪৭০ কেজি চাল, ১হাজার ৩৯০ কেজি ডাল, ১হাজার ৩৯০ কেজি আলু,২শ৫০ কেজি ছালা, ২শ৫০ কেজি চিনি,১শ৯৫ কেজি পেয়াজ, ১ হাজার মিলি: লিটার তেল ও ১হাজার ৯৯০টি সাবান বিতরণ করেন।
কেশবপুর পৌরসভার মেয়র ব্যক্তিগতভাবে ১ হাজার ৬শ পরিবারকে ১৬ হাজার কেজি চাল, ১ হাজার ৬শ কেজি ডাল ও ১হাজার ৬শ কেজি আলু বিতরণ করেন। এ ছাড়াও তিনি নগদ ২৪ লাখ টাকা ৪ হাজার ২৯৬ ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করেন। মেয়র রফিকুল ইসলামের প্রচেষ্টায় উদ্বুদ্ধ হয়ে পৌর এলাকার ১৩ ব্যক্তি ৪ হাজার ৮৯ পরিবারের মাঝে চাল, ডাল,আলু, তেল, লবণ , সাবান বিতরণ করেন।
মেয়র রফিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাসে কর্মহীন মানুষের খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে । পৌর এলাকার কোন মানুষ অনাহারে থাকবে না। জননেত্রী শেখ হাসিনা অসহায় মানুষের পাশে আছেন আমরা তার নির্দেশনায় এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের অনুপ্রেরণায় অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো।