রাজনীতি ডেস্ক:
রাজধানীর এভারকেয়ার থেকে বাসায় ফেরার সময় হাসপাতালের করিডোরে মুখোমুখি দেখা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের।
শনিবার (১৭ জুন) সন্ধ্যায় হুইলচেয়ারে বসে বিএনপির দুই শীর্ষনেতার মুখোমুখী এ দেখা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন হাসপাতাল ত্যাগ করছেন অন্যজন মোশাররফ হোসেন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে চার দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে নিজ বাসভবন ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া। গত ১২ জুন মধ্যরাতে অসুস্থ বোধ করায় খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়। চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের দুই সদস্য ড. এফ এম সিদ্দিকী ও ড. জাহিদ হোসেন ফিরোজার বাসভবনে বেগম জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেন। হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেয়া হয়।
আর শুক্রবার (১৬ জুন) দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে একই হাসপাতালে ভর্তি করা হয়।
খন্দকার মোশাররফের বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার জানান, রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে ভর্তি করা হয় তার বাবাকে।