বাণিজ্য ডেস্ক :
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং খুলনা ওজোপাডিকো’র মধ্যে বিদ্যুৎ বিল (প্রি-পেইড ও পোস্ট-পেইড) গ্রহণ সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি খুলনা ক্লাব মিলনায়তনে এ চুক্তি সই হয়।
এই চুক্তির ফলে খুলনা ওজোপাডিকোর আওতাধীন ২১ জেলার (প্রি পেইড ও পোস্ট পেইড) বিদ্যুৎ বিল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে পরিশোধ করা যাবে।
চুক্তি স্বাক্ষরকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ বিজনেস অফিসার এসএম মাইনুল কবীর এবং খুলনা ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রামই) মো. সাজিদ হোসেন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল, অতিরিক্ত ডিআইজি (কমান্যান্ট) আরআরএফ নওরোজ হাসান তালুকদার, খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকার, ওজোপাডিকোর নির্বাহী পরিচালক (অর্থ) রতন কুমার দেবনাথ, একসিএমএ; কমিউনিটি ব্যাক বাংলাদেশ লিমিটেডের এসএভিপি অ্যান্ড হেড অব জিএসডি এসএম শাহীন ইকবাল, অ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স অফিসার অনীল কুমার ঘোষ এবং খুলনা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. রোকনুজ্জামানসহ খুলনার বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং কমিউনিটি ব্যাংক লিমিটেড, খুলনা ও ওজোপাডিকো, খুলনার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।