হোম অন্যান্যসারাদেশ কপোতাক্ষ চরভরাটি জমি দখলের সংবাদ প্রকাশের পর গাত্রদাহ দখলকারীদের

কপোতাক্ষ চরভরাটি জমি দখলের সংবাদ প্রকাশের পর গাত্রদাহ দখলকারীদের

কর্তৃক
০ মন্তব্য 115 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :
কপোতাক্ষ নদের চরভরাটি ৫০ বিঘা জমি প্রভাবশালীদের দখলে শিরোনামে সংবাদ প্রকাশের পর দখলকারীদের গাত্রদাহ শুরু হয়েছে। দখলকারীরা এবার ধর্ণা দিচ্ছেন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের বাসায়। নিজেরা দখল বজায় রাখতে দফায় দফায় বৈঠক করছেন বিভিন্ন স্থানে। তবে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে লাল নিশান উড়িয়ে চরভরাটি জমিতে কাউকে যেতে নিষেধ করা হয়েছে। তারপরও দখলকারীরা নানা ভাবে জমি দখল বজায় রাখতে জনপ্রতিনিধি ও প্রশাসনকে ম্যানেজ করতে মাঠে নেমেছেন বলেও অভিযোগ উঠেছে।

অথচ তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, যারা চরভরাটি জমি দখল করেছে, তারা অবৈধ নয়। তাদের সামনের জমি চরভরাটি, তাই তারা দখল করছে। যদি অন্য কেউ কাগজ পত্র নিয়ে আসে, তখন তারা জমি ছেড়ে দিতে বাধ্য থাকবে। সম্প্রতি কপোতাক্ষ নদের চরভরাটি জমি নিয়ে অনলাইন নিউজপোর্টাল সংকল্প পত্রিকায় ধারাবাহিক প্রতিবেদনের পরে প্রশাসনের টনক নড়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে তালা উপজেলার খেশরা ইউনিয়নের তহশীলদার গগণ দেবনাথ ও সার্ভেয়ার বরকোতুল্ল্যাহ সরেজমিনে গিয়ে লাল নিশান উড়িয়ে ভূমিদুস্যদের থেকে দখল মুক্ত করেন। এরপরই আরও বেপরোয়া হয়ে উঠে দখলকারীরা। লাল নিশান দেওয়ার পর দখলকারীরা দফায় দফায় বৈঠক করেছেন বিভিন্ন স্থানে।

তালা থানার সহকারী উপ-পরিদর্শক শামিম হোসেন জানান, দু’টি পক্ষের মধ্যে চরভরাটি জমি দখল নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষ এড়াতে থানার পক্ষ থেকে দুই পক্ষকে জমিতে যেতে নিষেধ করা হয়েছে। তবে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে লাল নিশান উড়ানো হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম জানান,চরভরাটি জমিতে লাল নিশান দিয়ে দখল মুক্ত করা হয়েছে। তবে প্রভাবশালী ও সরকারি -বে-সরকারি জীবিরা কেউ দখল করতে পারবে না। কপোতাক্ষ খননে ক্ষতিগ্রস্ত ও প্রকৃত ভূমিহীনরাই ওই জমির দাবীদার।

তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেন’র সাথে (১৪ আগষ্ট) সকালে তার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে গত (১৩ আগষ্ট) তার সাথে মোবাইল ফোনে কথা হয়। তিনি বলেন, বিষয়টি আমার জানানেই। এসিল্যান্ড সাহেব হয়তো বলতে পারবেন। আপনি তার সাথে কথা বলে নেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন